রোববার ঘোষণা হজ প্যাকেজ, বিমান ভাড়া কমতে পারে ৮–১০ হাজার টাকা

হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ–২০২৬ ঘোষণা করা হবে আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর)। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিকেল ৫টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। তখন প্যাকেজ–১ এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ–২ এ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত খরচ ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবারের সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায়ও একটি প্যাকেজ নির্ধারণ করা হবে, যা কোনো এজেন্সি কমিয়ে ঘোষণা করতে পারবে না।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
রবিবার বিকালে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা হওয়ার কথা রয়েছে। সভায় অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে প্যাকেজ ঘোষণা করা হবে।
গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ও বিমান উপদেষ্টার বৈঠকে বিমান ভাড়া নিয়ে আলোচনা হয়। ধর্ম মন্ত্রণালয় বিমান ভাড়া ১,১০০ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ৩৪ হাজার ২০০ টাকা, শুল্ক ছাড়া) প্রস্তাব করলেও বিমান মন্ত্রণালয় ১,২০০ ডলার ভাড়া ধরে প্যাকেজ ঘোষণার প্রস্তাব দেয়।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা, এবার হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে নির্ধারিত হতে পারে। সেক্ষেত্রে চলতি বছরের তুলনায় ভাড়া কমবে ৮ থেকে ১০ হাজার টাকা।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বিমান ভাড়া নিয়ে আলোচনা চলছে। জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও সিভিল এভিয়েশনের ফি কমানোর বিষয়ও বিবেচনায় আছে। রবিবার প্যাকেজ ঘোষণা করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আমরা হজের বিমান ভাড়া চূড়ান্ত করার চেষ্টা করছি। নির্ধারিত হয়েছে, তবে এখনই তা জানানো যাচ্ছে না।