ট্রান্সজেন্ডারিজম আধুনিক যুগের বড় ফিতনা: ধর্ম উপদেষ্টা

ট্রান্সজেন্ডারিজমকে আধুনিক যুগের বড় ফিতনা হিসেবে অভিহিত করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, একজন ছেলের লিঙ্গ আছে, দাড়ি আছে। কিন্তু ইনজেকশন নিয়ে কণ্ঠ পরিবর্তন করে, দাড়ি কমিয়ে নারী সাজে। কপালে টিপ, হাতে চুড়ি, শাড়ি কিংবা থ্রি-পিস পরবে এবং বলবে আমি নারী। কিন্তু হাজারবার বললেও ভেতরের লিঙ্গ বদলানো সম্ভব নয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্বগেটে আয়োজিত ইসলামী বইমেলায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রফেসর ড. আহমদ আলী রচিত ‘আধুনিক চিন্তাধারা ও মতবাদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
আরও পড়ুন: আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন
ড. খালিদ হোসেন বলেন, আধুনিক বিশ্বে নানা মতবাদ ছড়িয়ে পড়েছে। বস্তুবাদ, মানবতাবাদ, যুক্তিবাদ ও মুক্তচিন্তা—এসবকে সুন্দরভাবে উপস্থাপন করা হলেও এর ভেতরে রয়েছে ইসলামের সাথে সাংঘর্ষিক দিক। তিনি সতর্ক করে বলেন, মুক্তচিন্তার নামে যদি আল্লাহ ও আখিরাতকে অস্বীকার করা হয়, তবে সেটি ইসলাম-বিরোধী হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, সেক্যুলারিজম, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ কিংবা আধুনিকতাবাদ—এসবের ইতিবাচক ও নেতিবাচক দিক দুটোই রয়েছে। বিশ্বায়নের মতো শব্দ আকর্ষণীয় হলেও এর ভেতরে লুকিয়ে আছে বহু চ্যালেঞ্জ।
আরও পড়ুন: ‘জামিন পাওয়ার পর এক ক্লিকেই আদেশ যাবে কারাগারে, কমবে হয়রানি’
ধর্ম উপদেষ্টা গবেষণার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, মানবসভ্যতার অগ্রযাত্রায় গবেষণালব্ধ জ্ঞান হলো চালিকা শক্তি। গবেষণাধর্মী গ্রন্থ শুধু বই নয়, যুগের দর্পণ এবং ভবিষ্যতের আলোকবর্তিকা।