গাঁজামুখী শহিদুল আলমের পদক্ষেপ সংহতির প্রতীক ও বিবেকের গর্জন: তারেক রহমান
গাজামুখী সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা
পোস্টে তারেক রহমান লিখেছেন, শহীদুল আলমের উদ্যোগ কেবল সংহতির প্রতীক নয়, বরং বিবেকের এক শক্তিশালী গর্জন। তিনি বাংলাদেশের পতাকা বহন করে বিশ্বকে স্মরণ করিয়েছেন— বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।
তিনি আরও বলেন, “বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।”
আরও পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
এর আগে, গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দিতে গঠিত সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মীরা। শহীদুল আলম বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এ অভিযানে।





