গাঁজামুখী শহিদুল আলমের পদক্ষেপ সংহতির প্রতীক ও বিবেকের গর্জন: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজামুখী সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ‘শাপলা’ প্রতীকের দাবিতে ইসিতে আবেদন করল বাংলাদেশ কংগ্রেস

পোস্টে তারেক রহমান লিখেছেন, শহীদুল আলমের উদ্যোগ কেবল সংহতির প্রতীক নয়, বরং বিবেকের এক শক্তিশালী গর্জন। তিনি বাংলাদেশের পতাকা বহন করে বিশ্বকে স্মরণ করিয়েছেন— বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

তিনি আরও বলেন, “বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।”

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

এর আগে, গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দিতে গঠিত সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মীরা। শহীদুল আলম বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এ অভিযানে।