দ্রুত ফ্লাইট চালুর আশ্বাস বিমান উপদেষ্টার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর দ্রুত বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানিয়েছেন, চলমান সংকট কাটিয়ে যত দ্রুত সম্ভব রাতের মধ্যেই ফ্লাইট চলাচল পুনরায় চালুর চেষ্টা চলছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আমাদের মূল লক্ষ্য বিমানবন্দরের কার্যক্রম দ্রুত পুনরায় চালু করা। অপারেশন কীভাবে ধারাবাহিক রাখা যায়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে তোলপাড়
তিনি আরও বলেন, “শুধুমাত্র আমদানি কার্গো এলাকাতেই দুর্ঘটনা ঘটেছে। রপ্তানি কার্গো সম্পূর্ণ নিরাপদ আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে।”
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান উপদেষ্টা। তিনি তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করেন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “আমাদের প্রথম কাজ হচ্ছে এয়ারপোর্ট চালু করা। ইনভেস্টিগেশন পরে হবে। সংকট কাটিয়ে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অপারেশন চালু করতে চাই।”