দেশের অগ্রযাত্রায় নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ: দিপু ভূইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
আরও পড়ুন: নিজেদের ভোট দিয়ে প্রতিটি সেন্টারে ভোটের পাহারা দিতে হবে: হাবিবুর রহমান
সমাবেশে কাঞ্চন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন বয়সী নারীরা অনুষ্ঠানে প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর কাছে নিজ নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট, বেকারত্ব, মাদক, গ্যাস ও জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে এর সঠিক সমাধানের দাবী জানান।
এ সময় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র সংস্কার অসম্ভব। নারী সমাজ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি নারীদের স্বাবলম্বী করতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে গেছেন।
আরও পড়ুন: কুলাউড়ায় ‘আলোর পাঠশালা’র ৭ম বর্ষে পদার্পণ উদযাপন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় মা-বোন, কৃষক শ্রমিক ও খেটে খাওয়া মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ৩১ দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে বয়স্ক নারীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল সুযোগ সুবিধা দেবেন,তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে এদেশের নারীদের অধিকার ও মর্যাদা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা থাকবে।