সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব: প্রধান উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেক্স
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৮ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের প্রসার ঘটিয়ে একটি আত্মনির্ভরশীল ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

‘৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫’ উপলক্ষে শুক্রবার (৩১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, “কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান, কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠন সম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।”

আরও পড়ুন: একইদিনে নির্বাচন ও গণভোটে ৩ হাজার কোটি টাকা সাশ্রয়ের চিন্তা

তিনি আরও বলেন, সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের সব সমবায়ী ও নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

ড. ইউনূস বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি, আর সমবায় আন্দোলন সেই সামাজিক সম্পৃক্ততার কার্যকর মাধ্যম হতে পারে।

আরও পড়ুন: বর্তমান সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে: মির্জা ফখরুল

তিনি উল্লেখ করেন, “সমবায় সমিতিগুলো কেবল অর্থনৈতিক প্রতিষ্ঠান নয়, সমাজের নানা সমস্যা সমাধানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি গঠন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে সমবায় আন্দোলনের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।

 তিনি আহ্বান জানান, “আসুন সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।”

শেষে ড. ইউনূস ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’-এর সকল কর্মসূচির সফলতা কামনা করেন।