পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
 
                                        রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজ জেলা পাবনা যাচ্ছেন। বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। পৌঁছে তিনি জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত যাপন করবেন।
আরও পড়ুন: একইদিনে নির্বাচন ও গণভোটে ৩ হাজার কোটি টাকা সাশ্রয়ের চিন্তা
পরদিন শুক্রবার (৭ নভেম্বর) তিনি আরিফপুরে গিয়ে তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করবেন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার (৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাতেও সেখানে অবস্থান করবেন।
সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আরও পড়ুন: বর্তমান সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে: মির্জা ফখরুল
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির সফরকালীন সময়ে যথাযথ নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    