আগামী বছর ঈদুল ফিতরের ছুটি যতদিন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০১ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:০১ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গত ৬ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে এ তালিকা অনুমোদন করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছর মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি হিসেবে পড়েছে।

আরও পড়ুন: সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলার অভিযোগপত্র দাখিল শিগগিরই

যদিও ছুটির প্রজ্ঞাপন এখনও প্রকাশ করা হয়নি, তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৬ সালেও পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি আগের বছরের মতোই থাকছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ঈদুল ফিতরে মোট পাঁচ দিন ছুটি থাকবে—ঈদের দিনসহ আগে ও পরে দুই দিন করে। ঈদুল আজহায় মোট ছয় দিন ছুটি থাকবে—ঈদের আগে দুদিন, ঈদের দিন এবং পরে তিন দিন।

আরও পড়ুন: ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

এ ছাড়া শারদীয় দুর্গাপূজায় মহানবমী ও বিজয়া দশমীর দিনে মোট দুই দিন ছুটি থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দু-এক দিনের মধ্যেই ২০২৬ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, চলতি বছরও (২০২৫) দুই ঈদ ও দুর্গাপূজায় একই মেয়াদের ছুটি ছিল। অতিরিক্ত ছুটির কারণে ঈদযাত্রা ছিল অপেক্ষাকৃত নির্বিঘ্ন এবং দুর্ঘটনাও তুলনামূলক কম হয়েছিল।