ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাত, ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৪ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবৈধভাবে প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ৬৭ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ জানিয়েছেন, এ মামলা দেশের ইতিহাসে ব্যাংক ঋণ আত্মসাতের ক্ষেত্রে সবচেয়ে বড় মামলা। আসামিরা ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এস আলম গ্রুপের মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তারা পরস্পর যোগসাজশে ৯,২৮৩.৯৩ কোটি টাকা আত্মসাত করেছেন, যা সুদসহ ১০,৪৭৯.৬২ কোটি টাকায় পৌঁছেছে।

আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

দুদকের অনুসন্ধানে বলা হয়েছে, ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেনে-শুনে ঋণগ্রহীতাদের স্বার্থে ব্যাংকের বিনিয়োগ নীতিমালা লঙ্ঘন করেছেন। এর ফলে ব্যাংক ও শেয়ারহোল্ডারদের মারাত্মক আর্থিক ক্ষতি হয়েছে।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন: ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডি, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, ডিরেক্টর ও বিনিয়োগ কমিটির সদস্যরা। এছাড়া এস আলম গ্রুপের চেয়ারম্যান, বিভিন্ন কোম্পানির মালিক এবং পরিচালকবৃন্দও অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে নিহত আহত পরিবারকে তারেক রহমানের পক্ষে ড. এম এ কাইয়ুমের সহায়তা

দুদকের প্রতিবেদন অনুযায়ী, আসামিরা ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম ও জালিয়াতি করেছেন। ২০২২ সালের শেষের দিকে ইসলামী ব্যাংকে অস্বাভাবিক ঋণ বিতরণের বিষয়টি প্রকাশ্যে আসে।