নিজ ঘরের সুরঙ্গে লুকিয়েও রক্ষা পেল না যুবলীগ নেতা
নিজের বসতঘরের ভেতর তৈরি করা ‘বিশেষ’ সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন যুবলীগ নেতা মো. শওকত হোসেন খোকন। তবে শেষ পর্যন্ত পুলিশি নজরদারি ও কৌশলগত অভিযানে ধরা পড়লেন তিনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নিজ বাড়িতে মাটির নিচে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের
খোকন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনদণ্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। তিনি বোয়ালখালী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।
পুলিশ জানায়, ভোরে ফজরের নামাজের পর থেকেই খোকনের বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। ঘরে প্রবেশ করে তাকে পাওয়া না গেলেও পরে টাইলসের নিচে তৈরি করা একটি গোপন আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গের সন্ধান মেলে। সেখান থেকেই তাকে আটক করা হয়।
আরও পড়ুন: ক্যাম্পের সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “সে অত্যন্ত দুর্ধর্ষ ও কৌশলী। পুলিশের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিল। তার গতিবিধি নজরদারিতে এনে অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
গত বছরের ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে খোকন বিভিন্ন ঘোষণা, দেয়াল লিখন ও পোস্টারিংয়ের মাধ্যমে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। পাশাপাশি, বিভিন্ন সময় গুজবও ছড়াচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে ধরতে একাধিকবার অভিযান চালিয়েও পুলিশ ব্যর্থ হয়েছিল।





