ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে বিজিবি মোতায়েন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:২৯ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। 

রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা

তিনি জানান, রাজধানী ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে সার্বিক নিরাপত্তা জোরদারে বিজিবির টহল চলছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়—সেজন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে তারা।

গত সপ্তাহজুড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা বেড়ে যায়। একইসঙ্গে দেশের বিভিন্ন মহাসড়কেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এসব কারণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে মাঠপর্যায়ে বিজিবির উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা