দিল্লিতে অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন খলিলুর রহমান
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত খলিলুর রহমান তার নেতৃত্বাধীন প্রতিনিধিদল নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা
বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। খলিলুর রহমান অজিত দোভালকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
বাংলাদেশ হাইকমিশন বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের এক্স হ্যান্ডলে এক পোস্টে এই তথ্য জানিয়েছে। খলিলুর রহমান বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে সম্মেলনে যোগ দেবেন।
আরও পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা





