ঢাকায় ফের ভূমিকম্প
রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। হালকা এই ভূকম্পনে শহরের বিভিন্ন জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের চূড়ান্ত মাত্রা ছিল ৪ দশমিক ৩। ভূ-পৃষ্ঠ থেকে অগভীর গভীরতার এই কম্পনের উৎপত্তিস্থল নির্ধারণ করা হয়েছে রাজধানীর বাড্ডা এলাকায়। ভূমিকম্পটি ‘হাল্কা’ শ্রেণিভুক্ত হলেও ঘনবসতিপূর্ণ নগরীতে অনুভূত হওয়ায় অনেকে ঘর-বাড়ি থেকে বাইরে বের হয়ে আসেন।
আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক
এর আগে প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৩ দশমিক ৭ জানানো হয়েছিল। পরে আবহাওয়া অধিদপ্তর তথ্য আপডেট করে প্রকৃত মাত্রা ৪.৩ হিসেবে প্রকাশ করে।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩.৩ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
দেশের বিভিন্ন এলাকায় পরপর কয়েকটি ভূমিকম্পে মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা পরিস্থিতি নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন।





