আসন্ন নির্বাচনে পশ্চিমাদের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:১০ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের ওপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের পররাষ্ট্রনীতি, কূটনৈতিক অগ্রগতি ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য তুলে ধরেন।

আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তৌহিদ হোসেন বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য পশ্চিমাদের কোনো চাপ অনুভব করছে না সরকার। নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে ভারতের কাছে পাঠানো চিঠির অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, নোট ভারবালের মাধ্যমে বাংলাদেশের মিশনের মাধ্যমে চিঠি দিল্লিতে পাঠানো হয়েছে। তবে এখনও কোনো উত্তর আসেনি।

তিনি আরও বলেন, রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব আসেনি এখনও। কবে আসবে জানি না। এত দ্রুত উত্তর আশাও করে না ঢাকা।

ফ্রান্স থেকে এয়ারবাস কেনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এই সিদ্ধান্তের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দু’পক্ষের সম্পর্ক স্বাভাবিক ও সুদৃঢ় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।