খালেদা জিয়ার অবস্থার অবনতিতে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতার কামনা
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা
বার্তায় রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং দেশবাসীর কাছেও তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
আরও পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়।” শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে দূরত্ব বজায় রেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। মির্জা আব্বাস বলেন, “আমরা তাকে চিনতে পেরেছি এবং তিনি আমাদের সালামের উত্তর দিয়েছেন।”
জানা গেছে, প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছেন। ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে তিনি ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সিসিইউতে তার চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।





