রাজাকারদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৭ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, মুক্তিযুদ্ধের সময় আলবদর ও রাজাকার পরিচয়ে পরিচিত ব্যক্তিরা এখন আবার ভোট চাইছে এবং বড় বড় বক্তব্য দিচ্ছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ একটি অসভ্য দল এবং এসব রাজাকার-আলবদরদের জন্য আওয়ামী লীগই ছিল উপযুক্ত।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি এসব মন্তব্য করেন।

আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

মির্জা আব্বাস বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। ‘‘কেউ কেউ ভোট না দিলে জান্নাত-জাহান্নামের কথা বলছে, এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে,’’—যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আল বদর হিসেবে পরিচিত ছিল, তারা তখন পাকিস্তানি বাহিনীর হাতে দেশের মানুষ ও নারীদের তুলে দিয়েছিল। ‘‘আজ তারাই আবার ভোট চাইছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?’’—প্রশ্ন রাখেন তিনি।

আরও পড়ুন: নতুন এমপিও নীতিমালা প্রকাশ

আওয়ামী লীগকে অসভ্য ও অভদ্র দল হিসেবে অভিহিত করে মির্জা আব্বাস বলেন, ‘‘আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না বলেই ওদের কণ্ঠস্বর এত উঁচু। এরা ধর্ম বিকৃতকারী দল এবং ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না।’’

দেশের জনগণকে এসব দলের কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আমি জনগণকে অনুরোধ করব, এসব মানুষের হাত থেকে বাঁচুন।’’