ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫০ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টা বদল নয় ডিএমপি’তে সক্ষমতা তৈরির উদ্যোগ

ড. সালেহউদ্দিন বলেন, “আমি সবসময় বলি, অর্থনীতি ও রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। বাণিজ্যে (ট্রেড) কূটনৈতিক অনেক বিষয় থাকে। উদাহরণস্বরূপ, আমরা যদি চাল এখন ভিয়েতনাম থেকে আনতে যাই, ভারতের থেকে না আনি, তাহলে প্রতি কেজিতে আরও ১০ টাকা বেশি খরচ হবে।”

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুব খারাপ হয়নি। তবে সরকার চেষ্টা করছে, সম্পর্ক যেন কোনোভাবেই অস্বাভাবিক না হয়।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

ড. সালেহউদ্দিন উল্লেখ করেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা নিজেও সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি বলেন, “বাংলাদেশ কোনো প্রতিবেশীর সঙ্গে তিক্ত সম্পর্ক চায় না।”