যেকোনো সময় যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৯ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো অগ্রগতি না আসায় আন্দোলনকারীদের ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ডাকে চলমান অবস্থান কর্মসূচিতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। পরিস্থিতির অবনতি হলে যেকোনো সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন: বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের

শাহবাগে জড়ো হওয়া ছাত্র-জনতা হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করার দাবিতে একের পর এক স্লোগান দেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না।

বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে বলেন, যারা ভাবছেন সাময়িকভাবে ক্ষমতায় থেকে দেশ ছেড়ে চলে যাবেন, তাদের সেই পরিকল্পনা সফল হবে না। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করলে এই দেশের মাটিতেই জনগণ বিচার করবে।

আরও পড়ুন: ক্যাম্পের সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর

তিনি আরও দাবি করেন, প্রায় ১ হাজার ৪০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও এখন পর্যন্ত খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার দাবি করা এই প্রশাসনের জন্য এটি চরম ব্যর্থতা ও লজ্জাজনক অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি।

হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে—সে প্রশ্ন তুলে জাবের বলেন, খুনের পেছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ করুন। ভয় পাওয়ার কিছু নেই, আমরা পাহারা দেব। তবে বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারকেই এর জবাবদিহি করতে হবে।