খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান বিচারপতির গভীর শোক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৪ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এই শোক জানানো হয়।

শোকবার্তায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে এবং দেশের বিচার বিভাগের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত। একই সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

শোকবার্তায় উল্লেখ করা হয়, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান বিচারপতি মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

আরও পড়ুন: কমছে মোবাইল ফোনের দাম, যা জানালো এনবিআর

বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার প্রস্তুতির মধ্যেই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের পক্ষ থেকে শোকবার্তা আসতে থাকে। আগামীকাল জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে বিচার বিভাগসহ রাষ্ট্রের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।