খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর তিনি রাজধানীর জিয়া উদ্যানে নির্ধারিত কবরস্থানের জায়গা পরিদর্শনে যান।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা কবর খনন কার্যক্রমসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। তার সঙ্গে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা
এর আগে বুধবার সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ এর উদ্দেশ্যে রওনা হয়। পরে ৩০০ ফিট সড়ক (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছায়।
সেখান থেকে কিছুক্ষণ পর লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি পুনরায় রওনা হয়ে জাতীয় সংসদ ভবনের পথে রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: কমছে মোবাইল ফোনের দাম, যা জানালো এনবিআর
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।





