দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন খালেদা জিয়ার সাবেক এপিএস সাংবাদিক আশিক ইসলাম

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ৬:৪৬ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন বিএনপি চেয়ারপার্সোনাল কার্যালয় সাবেক হাওয়া ভবনের মুখপাত্র ও প্রধানমন্ত্রী র সাবেক সহকারি প্রেস সচিব আশিক ইসলাম। বহুল আলোচিত ইলেভেনের পর সপরিবারে  যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকেই সর্বত্র যোগাযোগ রক্ষা করেন। বুধবার (১৬ জুলাই) রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশের শীর্ষ গণমাধ্যমের একাধিক সিনিয়র সাংবাদিক। উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি সৈয়দ মিজানুর রহমান, জিটিভির চিফ নিউজ এডিটর আহমেদ সাগর, এনটিভির বিশেষ প্রতিনিধি আহসান জনি, এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক পরাগ আরমান এবং দৈনিক ভোরের আকাশের যুগ্ম বার্তা সম্পাদক তারিক আল বান্না প্রমুখ।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিক ইসলাম বলেন, স্বৈরাচারমুক্ত দেশে ফিরতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত। দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও মন সবসময় দেশের সঙ্গেই ছিল। নানা প্রতিবন্ধকতার কারণে এতদিন ফেরা সম্ভব হয়নি। আমি বিশ্বাস করি, শিগগিরই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এখন মানুষ কিছুটা হলেও কথা বলতে পারছে—এটা ইতিবাচক। তবে প্রকৃত স্বাধীনতা তখনই আসবে, যখন জনগণের সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে।

প্রসঙ্গত, ওয়ান-ইলেভেন রাজনৈতিক সংকটের সময় আশিক ইসলাম দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে বাধ্য হন। দীর্ঘ ১৭ বছর পর তার এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

আরও পড়ুন: বিএনপি নেতৃবৃন্দের শোক, মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমানের মায়ের ইন্তেকাল