আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায়: রিজভী

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ৪:১৮ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।ছবিঃ সংগৃহীত
বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায়। এ বিষয়ে রাষ্ট্রকে নিশ্চিয়তা দিতে হবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের রক্তদান কর্মসূচিতে তিনি  এসব কথা বলেন। একই সঙ্গে শিশু হারানো পরিবারের পাশে দাঁড়ানো এবং ঝলসে যাওয়ারা যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা।

রিজভী বলেন, মানুষের চোখ নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালের ঘটনা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে, একটি উচ্চপর্যায়ের তদন্ত টিম করে আসল সত্য খুঁজে বের করা। 

আরও পড়ুন: গুলশানে বিএনপি-আইএমএফ বৈঠক, অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা

সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, সবাই যদি যত্নবান হতো, দায়িত্ববান হতো, দায়িত্বে অবহেলা না করতো, তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায়।

রক্তদানের মতো মহৎ কর্মসূচি আয়োজনের জন্য তিনি যুবদলের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান।

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ

এসময় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়নসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।