কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের প্রতি অতিরিক্ত আস্থা রাখায় তারা প্রতারিত হয়েছেন। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই সেইসব উপদেষ্টাদের নাম প্রকাশ করা হবে।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করা আমাদের সবচেয়ে বড় ভুল ছিলো। তাদের ওপর আস্থা রেখে আমরা প্রতারিত হয়েছি। সময় আসলে প্রতারকদের নাম প্রকাশ করবো।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন নাহিদ ইসলামসহ কয়েকজন। পরবর্তীতে এক সদস্য পদত্যাগ করলে তরুণদের দল এনসিপির নেতৃত্বে হাল ধরেন তিনি। বর্তমানে উপদেষ্টা পরিষদে রয়েছেন দুজন প্রতিনিধি।
আরও পড়ুন: নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল
ছাত্রদের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা ভুল ছিল কি না এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকতো না।
তিনি আরও অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদের কিছু সদস্য এখন ‘সেফ এক্সিট’ পরিকল্পনা করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তার দাবি, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।