ধানমন্ডিতে ‘জুলাই যোদ্ধাদের’ সড়ক অবরোধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:০২ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল বিক্ষোভকারী সড়ক অবরোধ করেছেন, যার কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ২টার পর ধানমন্ডি-২৭, রাপা প্লাজার সামনে তারা জড়ো হন। এর আগে, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীবের পিতাকে তারেক রহমানের উপহার

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা লাঠি হাতে সড়ক অবরোধ করেছেন এবং অ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহনকে চলতে দিচ্ছেন না। রাপা প্লাজার কাছে তাদের ভিডিও ধারণ করছিলেন এক পথচারী, যা বিক্ষোভকারীরা ফোন থেকে মুছে দেন।

দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এরপর পুলিশ শুক্রাবাদ মোড়ে অবস্থান নেয়, আর বিক্ষোভকারীরা আশপাশের গলিতে চলে যান।

আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর নিয়ে উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান

নাম প্রকাশ না করার শর্তে এক বিক্ষোভকারী জানান, “জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। কিন্তু পুলিশ লাঠিচার্জ করে আমাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।”