প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে এনসিপি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩০ পূর্বাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণে সম্মত হয়েছে। রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে দলটি এই সিদ্ধান্ত জানায়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: কয়েকটি দলের মন যুগিয়ে চলার নীতি সরকারকে বাদ দিতে হবে: তিন দলের যৌথ সভায় বক্তারা

তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছি। দলের পক্ষ থেকে ‘শাপলা কলি’ প্রতীক নেওয়ার বিষয়ে আমরা সম্মতি জানিয়েছি।”

বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ

এর আগে এনসিপি বিভিন্ন প্রতীকের প্রস্তাব দিয়েছিল। তবে কমিশনের সঙ্গে আলোচনা শেষে ‘শাপলা কলি’ প্রতীকেই চূড়ান্ত সম্মতি জানায় দলটি।