বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। দীর্ঘ কারাবাস থেকেই তার অসুস্থতার শুরু এবং পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনস্থ একটি মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ দল-মত নির্বিশেষে এই মহান নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন এবং সংকটময় মুহূর্তে জাতিকে নেতৃত্ব দিতে পারেন—এ আশা সবাই করছে।”
বেগম জিয়ার লন্ডন যাত্রা প্রসঙ্গে বিএনপির মহাসচিব জানান, তার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার তাকে লন্ডনে নেওয়া হবে। তবে তিনি ফ্লাই করতে সক্ষম হবেন কিনা—সে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক: মেডিকেল বোর্ড
তিনি আরও বলেন, “বেগম জিয়া এখনো গুরুতর অসুস্থ। চিকিৎসকের নিশ্চিত সিদ্ধান্ত ছাড়া তাকে ফ্লাই করানো হবে না। আমরা দেশের সকল মানুষের কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করছি।”
সূত্র: বাসস





