খালেদা জিয়ার জানাজা বুধবার দুইটায়, মানতে হবে যেসব নির্দেশনা

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫১ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় বিশেষ নির্দেশনা জারি করেছে। জানাজার স্থান নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবন মাঠ এবং মানিক মিয়া এভিনিউতে। জানাজা অনুষ্ঠান দুপুর ২টায় শুরু হবে।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত হবে শহীদ জিয়া মাজারে, আনুমানিক সময় দুপুর ৩টা ৩০ মিনিট। তবে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক দাফন সম্পন্ন হবে এবং সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। প্রধান উপদেষ্টার কার্যালয় নির্দেশ দিয়েছে, জানাজা ও দাফন অনুষ্ঠানে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না। জনগণকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান মির্জা ফখরুল