নেত্রকোণা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী উভয়ই প্রার্থী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৬ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ফলে স্বামী-স্ত্রী উভয়েই এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ২০১৮ সালে এই আসনে নির্বাচন করে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান মির্জা ফখরুল

লুৎফুজ্জামান বাবরও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। সাংবাদিকদের স্ত্রীর মনোনয়নপত্র জমাদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারব না।”

নেত্রকোণা-৪ আসনে এবার তিনজন নারী প্রার্থী লড়াই করছেন। অন্য দুজন হলেন- সিপিবির জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন নেত্রকোণা-৪ আসনে। পরের বার আওয়ামী লীগের আবদুল মোমিনের কাছে হারলেও ২০০১ সালে ফের নির্বাচিত হন। এরপর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।