বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী, প্রধান সমন্বয়ক ইসমাইল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন এবং প্রধান সমন্বয়ক হিসেবে ইসমাইল জবিউল্লাহ মনোনীত হয়েছেন। বিষয়টি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
রোববার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে তিনি বলেন, “বিএনপির পক্ষ থেকে কোনো সরকারি অফিসে ফোন করে কারও মনোনয়নপত্র বাতিলের চেষ্টা করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর প্রচারিত হয়েছে, তা যাচাই করা উচিত। আমরা নির্বাচন পরিচালনা কমিটির নিয়মিত কার্যক্রম শুরু করেছি।”
আরও পড়ুন: রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন
নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় আজকের বৈঠকে আলোচনা হয়েছে। কীভাবে প্রার্থীদের সহযোগিতা করা হবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির ভূমিকা কেমন হবে—সব বিষয় এখানে আলোচিত হয়েছে। আমাদের দল যথাসম্ভব দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে এসেছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “বিএনপি আশা করছে, ভোটের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থী এবং সরকার বেছে নিতে পারবে। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সেই লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করা হচ্ছে।”
আরও পড়ুন: এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
চেয়ারম্যান আরও জানান, “বহু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও নির্বাচন গ্রহণযোগ্য করার দাবি করা হয়েছে। আইনি বাধা বা স্বেচ্ছায় অংশগ্রহণ না করা হলে তার প্রতি আমরা মন্তব্য করব না। তবে বিএনপির পক্ষ থেকে কোনো সরকারি অফিসে ফোন করে কারও মনোনয়ন বাতিলের প্রচেষ্টা করা হয়নি।”





