কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৮ বাংলাদেশি আটক, দেশে ফেরত পাঠানো হলো

Any Akter
প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:০৩ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ জন বাংলাদেশিকে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ঢাকা থেকে ফ্লাইটে মালয়েশিয়া গেলেও তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাননি।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKES) জানিয়েছে, রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল-১ এ অভিযানে ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হন। পরে তাদেরকে ‘নো টু ল্যান্ড’ নোটিশ দিয়ে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন: জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের সদস্য হলেন ফরহাদ মাজহারের কন্যা সমতলী হক

সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, আটক ব্যক্তিদের কারও ভুয়া হোটেল বুকিং ছিল, কারও রিটার্ন টিকিট ছিল না, আবার অনেকের পর্যাপ্ত অর্থের প্রমাণও ছিল না। ধারণা করা হচ্ছে, তারা পর্যটন ভিসায় এসে অবৈধভাবে কাজ ও থাকার চেষ্টা করছিলেন।

এর আগে ১২ ও ১৩ আগস্ট একই কারণে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ২০৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ অভিবাসন প্রত্যাশী আটক