‘নো মোর ক্রিকেট’: রুমানা

বাংলাদেশ নারী ক্রিকেটার রুমানা আহমেদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কৌতুহল জাগানিয়া এক স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন- ‘নো মোর ক্রিকেট…’।
তা হলে কি দীর্ঘ এক যুগের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন টাইগ্রেস অলরাউন্ডার? শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই পোস্ট দেন তিনি।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
চার বছর আগে নারী ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত এনেছিল বাংলাদেশের মেয়েরা। ওই সময় মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে টাইগ্রেসরা প্রথমবারের মতো শিরোপা জেতেন। যাতে বেশ ভালো ভূমিকা ছিল রুমানার । সেই রুমানা কিনা হঠাৎ করে ক্রিকেটকে বিদায় জানালেন।
রুমানা অবশ্য এ প্রশ্নের কোনো উত্তর দেননি। তিনি শুধু বলেন, ‘দ্রুতই সব জানবেন। আনুষ্ঠানিকভাবে সব জানাব।’
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
সম্প্রতি ফিটনেস ইস্যুতে শ্রীলংকা সফরের দল থেকে বাদ পড়েন তিনি। যার ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও তা মানতে নারাজ ছিলেন এই অলরাউন্ডার।
সর্বশেষ ঘরের মাঠে ভারত সিরিজেও দলে ছিলেন না রুমানা। টানা দুই সিরিজে ডাক না পাওয়ার পর হয়তো অভিমানে ক্রিকেটকেই ছাড়ার ঘোষণা দিলেন এই টাইগ্রেস অলরাউন্ডার।