জাতীয় দলের নারী ফুটবলারদের বেতন বাড়ছে

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৩ | আপডেট: ৬:০৮ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবশেষে জাতীয় দলের ফুটবলার সাবিনা-সানজিদাদের বেতন বাড়ছে। জাতীয় দলের নারী ফুটবলারদের সঙ্গে বুধবার (১৬ আগস্ট) দুপুরে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত সেপ্টেম্বরে নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে বাংলাদশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছিল বাংলাদেশের নারী ফুটবল দল। ঐতিহাসিক সেই কীর্তির পর নিজেদের বেতন-ভাতাসহ সুযোগ সুবিধা বাড়ানোর আবেদন জানিয়ে এসেছেন ফুটবলাররা।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

তবে বিভিন্ন কারণে বাংলাদেশের নারী ফুটবলারদের সেই চাওয়া পূরণ হয়নি। এমনকি এ নিয়ে আন্দোলনও কম হয়নি। শেষ পর্যন্ত অবশ্য সাবিনা-সানজিদাদের চাওয়া পূরণ হতে যাচ্ছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে সাবিনাদের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মোট তিন ক্যাটাগরিতে খেলোয়াড়দের রেখে নতুন চুক্তি করা হচ্ছে। এ, বি ও সি ক্যাটাগরিতে মোট ৩১ জনকে নতুন চুক্তির অধীনে আনা হবে। তবে জুনিয়র খেলোয়াড়দের এখনই চুক্তির আওতায় আনা হচ্ছে না। নতুন চুক্তিতে স্বাভাবিকভাবেই বাড়বে নারী ফুটবলারদের বেতন। সাবিনারা যা চেয়েছিলেন, তার কাছাকাছি মাসিক বেতন দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, “মেয়েদের দাবি অনুযায়ী বেতন বাড়ানো হচ্ছে। বেতন কত বাড়তে যাচ্ছে, তা সভাপতি নিজেই বুধবার ঘোষণা দেবেন। এছাড়া, কিছু শর্তও থাকছে। পেশাদার ভিত্তিতেই চুক্তি হবে। আশা করছি এর মাধ্যমে আর কোনো সমস্যা হবে না।”