নেইমার-রদ্রিগো ঝলকে ব্রাজিলের বড় জয়

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৪:৩৮ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিভিয়ার বিপক্ষে বিশাল এক জয় পেয়েছে ব্রাজিল। নেইমারের মাইলফলকের ম্যাচে সেলেকাওরা বলিভিয়াকে হারিয়েছে ৫-১ ব্যবধানে। ম্যাচে ২টি গোল করেছেন নেইমার। দেশটির হয়ে সর্বোচ্চ গোলে কিংবদন্তি ফুটবলার পেলেকে ছাড়িয়ে গেলেন নেইমার। ম্যাচে জোড়া গোল করেন রদ্রিগোও। অন্য গোলটি রাফিনহার।

প্রথমার্ধে ২৪ মিনিটে জাল কাঁপিয়ে দারুণ শুরুতে অবদান রাখেন রদ্রিগো। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান রাফিনহা। ৫৩ মিনিটে আবারও রদ্রিগোর গোল। ম্যাচের ৬১তম মিনিটে লক্ষ্যভেদ করে পেলেকে ছাড়িয়ে দেশটির একক সর্বোচ্চ গোলদাতা বনে যান নেইমার। 

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

চার গোলে পিছিয়ে পড়া বলিভিয়া সান্ত্বনার একটি গোল পায় ৭৮ মিনিটে। যদিও সেই গোল ম্যাচের ভাগ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। পরে ম্যাচের যোগ করা সময়ে আরও একটি গোল করে ব্যবধানটা আরও বাড়িয়ে নেন পিএসজি থেকে কিছু দিন আগে আল হিলালে নাম লেখানো এই তারকা।

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে এটি তার ৭৯তম গোল। এতদিন কিংবদন্তি পেলের সঙ্গে ৭৭ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এখন তিনি এককভাবে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক