টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৩ | আপডেট: ৬:২১ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাঙ্গালুরুতে মুখোমুখি হয়েছে পাকিস্তান। ‘ডু অর ডাই’ ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং বেছে নিল পাকিস্তান। আবারও পাকিস্তানের সামনে সেমিফাইনালে খেলার সুযোগ। তার জন্য অবশ্যই জিততে হবে নিজেদের শেষ দুই ম্যাচ। যার একটি আজ নিউজিল্যান্ডের বিপক্ষে। বেলা ১১টায় ম্যাচ শুরু হয়েছে কিউইদের বিপক্ষে। 

দীর্ঘ ১২ বছর বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ ১৯৯২-এর বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের সামনে। সবশেষ ২০১১ বিশ্বকাপে ভারতের মাটিতে শেষ চারে খেলেছিল দলটি। 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বেঙ্গালুরুতে আগেই বৃষ্টি ও মেঘলা অবস্থার পূর্বাভাস দিয়ে রেখেছে। টিম ম্যানেজমেন্ট ফাস্টবোলার হাসান আলিকে একাদশে অন্তর্ভুক্ত করেছেন উসামা মীরের জায়গায়।

পাকিস্তানের একাদশ

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

নিউজিল্যান্ড একাদশ

টম লাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।