বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ও বিশ্বকাপের ব্যর্থতা শেষে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে বছরের শেষ সিরিজ খেলছে বাংলাদেশ। যদিও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। তবে শেষ ওয়ানডেতে মাত্র ৯৮ রানে কিউইদের থামিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে আত্মবিশ্বাস কুড়িয়ে এবার টি-টোয়েন্টি সিরিজে কাজে লাগাতে চায় শান্তরা।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হতো ভোর ৪টায়। তবে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে কিউইদের স্থানীয় সময় অনুযায়ী দিবারাত্রীর। বাংলাদেশ সময় অনুযায়ী তাই সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম দুটি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা ১০ মিনিটে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অবশ্য সকাল ৬টায়।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

পড়ুন: মুস্তাফিজকে দলে নেওয়ার কারণ জানাল চেন্নাই সুপার কিংস

ওয়ানডেতে কিউইদের মাটিতে তাদেরই বিপক্ষে ১৮ ম্যাচ পর জয় পেয়েছে বাংলাদেশ। একই হতাশার গল্পে টি-টোয়েন্টিতেও রয়েছে। যেখানে টাইগাররা ৯টি টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও সাকিব আল হাসানরা জয় পাননি নিউজিল্যান্ডে। ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে জয় এসেছে, টি-টোয়েন্টির খরাটাও তারা এবার ঘুচাতে পারে কি না সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি :

তারিখ
ম্যাচ 
ভেন্যু
সময়
২৭ ডিসেম্বর (বুধবার)
প্রথম টি-২০
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
দুপুর ১২ টা ১০ মিনিট
২৯ ডিসেম্বর (শুক্রবার)
দ্বিতীয় টি-২০
বে ওভাল, মাউন্ট মঙ্গানুই
দুপুর ১২ টা ১০ মিনিট
৩১ ডিসেম্বর (রোববার)
তৃতীয় টি-২০
বে ওভাল, মাউন্ট মঙ্গানুই
সকাল ৬টা

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।