রোমাঞ্চকর ম্যাচে অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

টানটান উত্তেজনাকর ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ৫-৩ গোলে অ্যাটলেটিকোকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে গেছে।
বুধবার (১০ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদ শহরের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সুপার কাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হয় ।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
ম্যাচের ষষ্ঠ মিনিটেই মারিও হারমোসোর গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ২০তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার, ২৯তম মিনিটে এগিয়ে নেন ফারল্যান্ড মেন্ডি।
৩৭তম মিনিটে অ্যান্টোইন গ্রিজমানের দুর্দান্ত গোলে ফের সমতায় ফেরে দিয়েগো সিমিওনের শিষ্যরা। শেষ হয় প্রথমার্ধ। ৭৮তম মিনিটে রুডিগারের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় অ্যাটলেটিকো। ৮৫ মিনিটে গোল করে স্কোর লাইন ৩-৩ করেন রিয়ালের দানি কারভাহাল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৬ মিনিটের সময় স্টেফান স্যাভিচের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। অতিরিক্ত সময়ের ১২২ মিনিটে ব্রাহিম ডিয়াজ গোলে করে অ্যাটলেটিকোর কফিনে ঠুকে দেন শেষ পেরেক। ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
এ মৌসুমে দারুণ ছন্দে আছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। এখন পর্যন্ত ইউরোপের সফলতম দলটির একমাত্র হার এই অ্যাটলেটিকোর বিপক্ষেই, লা লিগায়। নগর প্রতিদ্বন্দ্বীরা এবারও কঠিন পরীক্ষা নিয়েছে ভিনিসিয়াস-রদ্রিগোদের।
চার দলের নতুন আঙ্গিকের এই সুপার কাপে টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবার ফাইনালে খেলবে রিয়াল। ২০১৯-২০ মৌসুমে প্রথম আসরে ফাইনালে খেলেছিল অ্যাটলেটিকো। তারপর প্রত্যেক আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নিচ্ছে তারা।
আগামী রবিবারের শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ হবে বৃহস্পতিবার বার্সেলোনা-ওসাসুনার ম্যাচের জয়ী দল।