সৌদি আরবে বাংলাদেশের অনুশীলন

মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দুটি ম্যাচ আছে । এর আগেই সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল,আজ (৪ ফেব্রুয়ারী) বাফুফে ভবনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে এ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচটি খেলার কথা থাকলেও ফিলিস্তিনের অনুরোধে অ্যাওয়ে ম্যাচটি খেলবে বাংলাদেশ। বাংলাদেশের অ্যাওয়ে, মানে ফিলিস্তিনের হোম ম্যাচটি হবে কুয়েতে।
আরও পড়ুন: পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচটি হবে।জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, "ফিলিস্তিনের অনুরোধে আমরা হোম ম্যাচের তারিখটা অদলবদল করেছি ফিফার সঙ্গে কথা বলে। এটা আমাদের জন্য ভালো হয়েছে। কারণ, সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করে আমরা সরাসরি কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি খেলে দেশে ফিরব। এরপর ২৬ তারিখ ওদের সঙ্গে কিংস অ্যারেনায় খেলা।