জাতীয় দলে জায়গা হারালেন শানাকা

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১১:২৮ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার তৎকালীন অধিনায়ক দাসুন শানাকা। এরপর দলে ফিরলেও বাজে পারফরম্যান্সের কারণে জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কত্ব হারান তিনি। এবার আরও বড় দুঃসংবাদ পেলেন লঙ্কান অলরাউন্ডার। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার তৎকালীন অধিনায়ক দাসুন শানাকা। এরপর দলে ফিরলেও বাজে পারফরম্যান্সের কারণে জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কত্ব হারান তিনি। এবার আরও বড় দুঃসংবাদ পেলেন লঙ্কান অলরাউন্ডার। শানাকার বাদ পড়ায় তেমন একটা চমক নেই। ওয়ানে সংস্করণে সবশেষ ২১ ম্যাচে তার গড় মাত্র ১২.২৫, অর্ধশতক ১টি। জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব হারালেও অবশ্য প্রথম দুই ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন। সেই দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৭ রান করার পর তৃতীয় ওয়ানডেতে দল থেকে বাদ পড়েন। শানাকার বদলে দলে আসা চামিকা করুনারত্নে মূলত বোলিং অলরাউন্ডার। লঙ্কানদের হয়ে গত বিশ্বকাপেও খেলছেন। এখন পর্যন্ত ২৬ ওয়ানডে খেলে ২৪ উইকেট শিকার করেছেন। সেই সঙ্গে ব্যাট হাতে ২৪ ইনিংসে ২৫.০৫ গড়ে ৪৫১ রানও করেছেন। সর্বোচ্চ স্কোর ৭৫।

আফগানদের বিপক্ষেও লঙ্কানদের নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। বিশ্বকাপে শানাকা ইনজুরিতে পড়লে আপৎকালীন অধিনায়ক হিসেবে মেন্ডিসই লঙ্কানদের নেতৃত্ব দিয়েছিলেন। তারপর থেকে অবশ্য অধিনায়কের ব্যাটনটা তার দখলেই।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক