মেছেড়া মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন ১ ফাইনাল খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে মেছেড়া মন্নাফ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন মেছেড়া মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন ১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কিং ১১ ভার্সেস মির ১১ দল দুটির হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিং ১১ ২-১ ব্যবধানে জয় লাভ করে। খেলায় প্রথম পুরস্কার একটি এলইডি স্মার্ট ২৪ ইঞ্চি টিভি পেয়ে উইনার দল আনন্দে উচ্ছ্বাসিত। কিং ইলেভেন এর কোচ ফয়সাল মীর খুবই বিচক্ষণতার সাথে ম্যাচে দিকনির্দেশনা দেয় খেলায় আরো রেফারি হিসেবে রবিন আহমেদ ম্যাচ পরিচালকের দায়িত্ব নির্ভুল ভাবে পরিচালনা করে।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
উক্ত খেলায় টুর্নামেন্ট সেরা হয় ফাহিম আহমেদ, সে টুর্নামেন্টের দশটি খেলায় ৮ টি গোল করেন। প্রতিপক্ষের খেলোয়াড় প্রথমে এগিয়ে গেলেও দুর্দান্ত কামবেঁকে কিং ১১ ১-১ এ সমতায় ফেরে। এবং অতিরিক্ত সময়ে আহাদ আহমেদ গোল করে দলের জয় ছিনিয়ে আনে। এই গোলে আহাদ আহমেদ ম্যাচ সেরা হয়।
২ এপ্রিল রোজ- বুধবার, বিকাল-৪.০০ টায় তারুণের শক্তি স্পোটিং ক্লাবের উদ্যোগে" ম্যাচটি আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আখতারুজ্জামান, পরিসংখ্যানবিদ, কাপাশিয়া স্বাস্থ্য কমপ্লেক্স।
উদ্বোধন করেছেন, জনাব মাহবুব আলম সোহেল, মার্কেটিং ম্যানেজার , এলজিগ্রুপ।
সভাপতি, জনাব সাজেন্ট (অব:) মোশরাফ হোসেন, মেম্বার, ৪নং ওয়ার্ড, ২নং সিদলা ইউপি।
সহ-সভাপতি: জনাব সাইফুল ইসলাম, ডিজিএম, হাসেন কিবরিয়া গ্রুপ।