মেসির মায়ামিকে চার গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ফরাসি জায়ান্ট পিএসজি

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ন, ৩০ জুন ২০২৫ | আপডেট: ৭:২৬ অপরাহ্ন, ২৯ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খেলা শুরুর  আগে অনেকেই মনে করেছিলেন, মেসির জাদুতে মায়ামি হয়তো আজ সবাইকে চমকে দিয়ে পিএসজিকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিবে। তবে এমন কিছুই হয়নি। পিএসজির কাছে উড়ে গেছে ইন্টার মায়ামি।

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রবিবার (২৯ জুন) জর্জিয়ার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইন্টার মায়ামিকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। এই জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা।  

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

পিএসজির বিপক্ষে প্রথম হাফে কোনো পাত্তাই পায়নি মায়ামি। প্রথম হাফেই হয় চার গোল। পিএসজির জয়ে ২ গোল করেছেন জোয়াও নেভেস। একটি গোল আশরাফ হাকিমির। আরেকটি গোল ইন্টার মায়ামির তমাস আভিলেসের আত্মঘাতী।

দ্বিতীয় হাফে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ায় মায়ামি। বেশকিছু গোলেরও সুযোগ তৈরি করেছিলো তারা। ম্যাচের শেষ দিকে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক পেয়েছিল মায়ামি। তবে তা থেকে  মেসি গোল করতে পারেননি। আর শেষ পর্যন্ত চার গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে এই ফরাসি জায়ান্ট।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

এই জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটে উঠলো ফরাসি দলটি। রাতে বায়ার্ন ও ফ্ল্যামেঙ্গোরে মধ্যে যে দল জিতবে, তারাই  শেষ আটে পিএসজির মুখোমুখি হবে।