দ্বিতীয় টেস্টেও একই একাদশ ইংল্যান্ডের, জায়গা হয়নি জোফরা আর্চারের

দীর্ঘ চার বছরের অনুপস্থিতির পর দলে ফিরেছেন আর্চার। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ হয়নি তার। সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছেন আর্চার। গত সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম শ্রেণীর ম্যাচে ডারহামের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলতে নামেন তিনি।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
ম্যাচের প্রথম ইনিংসে ১৮ ওভারে ৩২ রানে ১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩১ রানও করেন তিনি। চার বছর পর প্রথম লাল বলের ম্যাচ খেলতে নেমে আশানুরূপ পারফরমেন্সই করেন আর্চার।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে দীর্ঘদিন পর সাদা পোশাকে আর্চারের যাত্রা শুরু হবে বলে ধারণা করা হচ্ছিলো। কিন্তু তা আর হল না।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টের শেষ দিন ৩৭১ রান তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জিতে ইংল্যান্ড।
ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং, শোয়েব বশির।