হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস এবং ডর্টমুন্ড-মন্টেরে

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫ | আপডেট: ১১:০৪ পূর্বাহ্ন, ০২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অন্যদিকে বুধবার (০২ জুলাই) সকাল ৭টায় বরুশিয়া ডর্টমুন্ড খেলবে মেক্সিকান ক্লাব মন্টেরের বিপক্ষে। 

এর আগে জুভেন্তাস গ্রুপপর্বে 'জি' গ্রুপ থেকে রানার্সআপ হয়ে উঠেছে শেষ  ষোলোতে। অন্যদিকে 'এইচ' গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিলেন রিয়াল মাদ্রিদ। এবার লক্ষ্য, কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া।

আরও পড়ুন: পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে। অন্যদিকে, জুভেন্টাস এখনো এই প্রতিযোগিতায় কোন শিরোপার মুখ দেখেনি। সকালে বরুশিয়া ডর্টমুন্ড ও মন্টেরের মধ্যেকার ম্যাচ দিয়ে শেষ হবে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন।