২২ মাসের দূরত্ব মুছে, জাতীয় দলে ফিরছেন নেইমার!

দীর্ঘ ২২ মাস পর অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে। চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের আগে স্কোয়াড ঘোষণায় সরাসরি উপস্থিত থাকতে পারেন তিনি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, বর্তমানে সান্তোসের হয়ে নিয়মিত খেলা নেইমারকে ঘিরেই চিন্তা-ভাবনা করছেন কোচ কার্লো আনচেলত্তি। ২৫ আগস্ট ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময় তাকে সরাসরি উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা
আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে চিলি এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলবে ব্রাজিল। দুই ম্যাচেই ফিট থাকলে মাঠে দেখা যাবে নেইমারকে—যা হবে প্রায় দুই বছর পর জাতীয় দলে তার প্রত্যাবর্তন।
গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই চোটের পর থেকেই জাতীয় দলে অনুপস্থিত তিনি। যদিও চলতি বছরের জুন মাসে জাতীয় দলে ফেরার সম্ভাবনা ছিল, তবে তখনও তাকে স্কোয়াডে রাখেননি আনচেলত্তি।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
জুনে অনুষ্ঠিত দুই ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। সেই ম্যাচগুলোতে দেখা গেছে তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন কোচ আনচেলত্তি। নেইমার ফিট থাকলে, তার মতো অভিজ্ঞ ও দক্ষ খেলোয়াড়কে ফিরিয়ে আনার বিষয়েও খুব একটা দ্বিধা করবেন না ইতালিয়ান এই কোচ।
এদিকে কনমেবল অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
নেইমারের প্রত্যাবর্তনে জাতীয় দলে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ২৫ আগস্ট ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিতে পারেন কি না ব্রাজিলিয়ান ফুটবলের এই উজ্জ্বলতম তারা।