ডাকসু নির্বাচনে শিবিরের বিজয়ে অভিনন্দন জানালো মালয়েশিয়ার ইসলামী যুব আন্দোলন

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের বিজয়ে অভিনন্দন জানিয়েছে মালয়েশিয়ার ইসলামী যুব আন্দোলন (এবিআইএম)। বুধবার (১০ সেপ্টেম্বর) পাঠানো এক বিবৃতিতে এবিআইএমের সভাপতি আহমদ ফাহমি বিন মোহদ সামসুদ্দিন বলেন, ডাকসু নির্বাচনে অভূতপূর্ব বিজয়ের মাধ্যমে ছাত্রশিবির নৈতিক ও মূল্যভিত্তিক নেতৃত্বে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। এবারের নির্বাচনে ছাত্রশিবির প্যানেল মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়লাভ করেছে, যার মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ শীর্ষ তিনটি পদও রয়েছে।

এবিআইএম সভাপতি আরও বলেন, “এই বিজয় কেবল একটি নির্বাচনী মাইলফলক নয়; এটি বাংলাদেশে ন্যায়, মর্যাদা ও যুব সমাজের ক্ষমতায়নের দীর্ঘমেয়াদি সংগ্রামের প্রতিফলন।” তিনি জানান, আট মাস আগে ঢাকায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশ নিয়েছিল এবিআইএম। ওই সম্মেলনে নেতৃত্বের নবীকরণের উদ্দীপনা এবং ভবিষ্যতের জন্য সাহসী দৃষ্টিভঙ্গি লক্ষ্য করেছেন তারা। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতাও স্মরণ করেন তিনি।

আরও পড়ুন: তামিমের অভিযোগের জবাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ক্রীড়া উপদেষ্টার

শুধু শিবির নয়, এবিআইএম নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয়তাকেও প্রশংসা করেছে। সংগঠনটির সভাপতি বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন গণতান্ত্রিক সংস্কৃতির প্রাণবন্ত প্রতিফলন।”

সবশেষে আহমদ ফাহমি বিন মোহদ সামসুদ্দিন বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে এবিআইএম একাত্ম। তিনি আশা প্রকাশ করেন, শিবিরের এ বিজয় শিক্ষার্থীদের কল্যাণে, গণতান্ত্রিক ঐতিহ্য সমুন্নত রাখতে এবং ন্যায় ও মানবতার বৃহত্তর উদ্দেশ্য সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে শুভসূচনা বাংলাদেশের