আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা টিকিয়ে রাখল বাংলাদেশ

বাঁচা-মরার ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা টিকিয়ে রাখল টিম টাইগার্স। এই জয়ে ৩ ম্যাচ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল টাইগাররা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে টাইগাররা। জবাবে আফগানিস্তান থেমে যায় ১৪৬ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫২ রান আসে ওপেনার তানজিদ তামিমের ব্যাট থেকে। তার ব্যাটে ভর করেই প্রতিদ্বন্দ্বিতামূলক সংগ্রহ গড়ে বাংলাদেশ। সাইফ হাসান ৩০, তাওহীদ হৃদয় ২৬ এবং নুরুল হাসান সোহান ১২ রানে অপরাজিত থাকেন। শেষদিকে জাকের আলি সংগ্রাম করে ১২ রান যোগ করেন। রান তাড়ায় আফগানিস্তানের ইনিংস শুরু হয় বিপর্যয়ে। প্রথম বলেই সেদিকউল্লাহ অটলকে শূন্য হাতে ফিরিয়ে দেন নাসুম আহমেদ। তিনিও শেষ পর্যন্ত ২ উইকেট নেন। সমান সংখ্যক উইকেট শিকার করেন রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান তুলে নেন সর্বোচ্চ ৩ উইকেট।
আফগানিস্তানের হয়ে রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই কিছুটা প্রতিরোধ গড়লেও জেতানোর মতো ইনিংস খেলতে পারেননি কেউ। রশিদ খান ঝোড়ো ২০ রান করলেও মুস্তাফিজের জোড়া আঘাতে শেষ দিকে ভেঙে পড়ে তাদের ইনিংস।
আরও পড়ুন: তামিমের অভিযোগের জবাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ক্রীড়া উপদেষ্টার
পাওয়ারপ্লেতে মাত্র ২৭ রান আটকে রাখে বাংলাদেশ। এরপর ম্যাচ দুদিকেই হেলে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও বড় শট খেলতে থাকে আফগান ব্যাটাররা। তবে শেষ দিকে মুস্তাফিজ-রিশাদের বোলিং তোপে চাপ সামলাতে ব্যর্থ হয় তারা।
এশিয়া কাপে এই জয়ের মাধ্যমে বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয় পেল বাংলাদেশ। ফলে সুপার ফোরে ওঠার আশা বাঁচিয়ে রাখল টাইগাররা।