ভারতের ট্রফি নিতে অস্বীকৃতির করায় নাকভিকে স্বর্ণপদক দেবে পাকিস্তান

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৪০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেটাররা। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাকভি। তার সিদ্ধান্তকে পাকিস্তানে “নৈতিক ও সাহসী পদক্ষেপ” হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

এ ঘটনার পর নাকভিকে ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা দিয়েছে সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল।

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো

গুলাম আব্বাস জামাল বলেন, এটা কেবল ক্রিকেটের বিষয় নয়; এর সঙ্গে পাকিস্তানের মর্যাদা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার সম্পর্ক রয়েছে। নাকভি যে দৃঢ়তা দেখিয়েছেন, তা জাতীয় সম্মানের প্রতীক।

এ উদ্দেশ্যে ইতোমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে রয়েছেন সিন্ধ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান খালিদ জামিল শামসি, আর সচিব হিসেবে আছেন করাচির স্পোর্টস ডিরেক্টর কমিশনার গুলাম মুহাম্মাদ খান।

জানা গেছে, করাচিতে এক জমকালো অনুষ্ঠানে নাকভিকে এই স্বর্ণপদক প্রদান করা হবে। তবে পুরস্কার প্রদানের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি।