ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদুল্লাহ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত চার দিন ধরে অসুস্থ থাকার পর ডাক্তারি পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয় তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ জানিয়েছে, তার শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার পর রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে স্বামীর অসুস্থতার সংবাদ দেন। মাহমুদুল্লাহর হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি প্রকাশ করেন তার স্ত্রী।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ
সেই পোস্টের ক্যাপশনে জান্নাতুল কাওসার লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন! সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (মাহমুদুল্লাহ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।”
জানা গেছে, মাহমুদুল্লাহ রিয়াদ চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তার ডেঙ্গু ধরা পড়ে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানান, “জ্বর নিয়ে ৩-৪ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদুল্লাহ। তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে।”





