রোনালদোর পর গোলের রেকর্ড করলেন এমবাপে

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জার্সিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন কিলিয়ান এমবাপে। সর্বশেষ লা লিগায় জিরোনার বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচে গোল করে ফরাসি অধিনায়ক স্পর্শ করলেন নতুন এক মাইলফলকএক ক্যালেন্ডার বছরে ৫৩ গোলক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়ালের হয়ে এই অর্জন করলেন এমবাপে।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

নিরন্তর দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতায় নিজেকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন এই তারকা। স্প্যানিশ জায়ান্টদের হয়ে প্রথম পূর্ণ ক্যালেন্ডার বছর কাটিয়েই এমন সাফল্য অর্জন করলেন তিনি। রোনালদো রিয়ালে তার নয় মৌসুমের পাঁচবার এই কীর্তি গড়েছিলেন।

আরও পড়ুন: আমিরুল ইসলামের হ্যাটট্রিক, দক্ষিণ কোরিয়াকে হারালো বাংলাদেশ

এর মাত্র চারদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে এক ম্যাচে চার গোল করে আরেকটি রেকর্ডবুক বদলে দেন এমবাপে। রিয়াল মাদ্রিদ সে ম্যাচে ৪৩ গোলে জয়ী হয়। ২০১৫/১৬ মৌসুমে মালমোর বিপক্ষে রোনালদোই শেষবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে চার গোল করেছিলেন

ওই ম্যাচে রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভেঙে দেন এমবাপে। মাত্র ৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যেখানে রোনালদো মালমোর বিপক্ষে করেছিলেন ১১ মিনিটে।

এমবাপে আগেই জানিয়েছিলেন, রোনালদোই তাঁর রোল মডেল। রিয়ালে পর্তুগিজ সুপারস্টারের অবদানকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ক্রিশ্চিয়ানো সবসময়ই আমার জন্য রোল মডেল। তাঁর সাথে কথা বলতে পারাকে আমি সৌভাগ্য হিসেবে দেখিরোনালদো এখনো রিয়ালের নাম্বার ওয়ান খেলোয়াড়। সমর্থকরাও তাকে মনে রেখে স্বপ্ন দেখে। তবে আমি আমার নিজস্ব পথেই হাঁটতে চাই।