টাইব্রেকারে ৪ গোল ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলরক্ষকের

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৮ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইন্টারকন্টিনেন্টাল কাপের নাটকীয় ফাইনালে ব্রাজিলের শক্তিশালী ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে ফরাসি ফুটবল জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে পিএসজির জয়ের নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক মাতভেই সাফোনভ, যিনি পেনাল্টি শুটআউটে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে চ্যাম্পিয়ন করেন।

টাইব্রেকারে প্রতিপক্ষের চারটি শট ঠেকিয়ে তিনি কার্যত একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। তবে শিরোপা উৎসবের মাঝেই পিএসজি শিবিরে নেমে আসে দুশ্চিন্তার ছায়া। ক্লাব সূত্র নিশ্চিত করেছে, পেনাল্টি রুখতে গিয়ে গোলপোস্টের নিচে পড়ে সাফোনভের বাঁ হাত ভেঙে গেছে।

আরও পড়ুন: বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৫৫০ কোটি টাকা

এই ফাইনালে নিয়মিত গোলরক্ষক লুকাস শেভালিয়েরকে বিশ্রাম দিয়ে কোচ লুইস এনরিকে সাফোনভের ওপর আস্থা রাখেন। শুরু থেকে শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী পারফরম্যান্সে সেই আস্থার পুরোপুরি প্রতিদান দেন তিনি। বিশেষ করে পেনাল্টি শুটআউটে তার প্রতিক্রিয়া ও রিফ্লেক্স দর্শকদের মুগ্ধ করে।

ক্লাবের মেডিকেল টিম জানিয়েছে, শুটআউটের সময়ই তার বাঁ হাতে ফ্র্যাকচার হয়। তবে ম্যাচের উত্তেজনা ও অ্যাড্রেনালিনের প্রভাবে তখন তিনি ব্যথা টের পাননি। খেলা শেষ হওয়ার পর পরীক্ষায় চোটের বিষয়টি স্পষ্টভাবে ধরা পড়ে।

আরও পড়ুন: এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

পিএসজির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, আগামী তিন থেকে চার সপ্তাহ পর সাফোনভের পুনরায় মেডিকেল মূল্যায়ন করা হবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই তার মাঠে ফেরার সময়সূচি নির্ধারণ করা হবে।

এই চোটের কারণে সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে পিএসজিকে। শনিবার ফরাসি কাপে পঞ্চম বিভাগের দল ভঁদে ফঁতেনের বিপক্ষে ম্যাচে সাফোনভ থাকছেন না। এছাড়া ৪ জানুয়ারি লিগ ওয়ানে প্যারিস এফসির বিপক্ষে ম্যাচ এবং ৮ জানুয়ারি ফরাসি সুপার কাপ ফাইনালে মার্সেইয়ের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শিরোপা এনে দেওয়া এই গোলরক্ষকের দ্রুত সুস্থতা কামনা করছেন পিএসজি সমর্থকরা। ক্লাবের আশা, সময়মতো সেরে উঠে আবারও গোলপোস্টে ফিরবেন তাদের এই ‘পেনাল্টি বিশেষজ্ঞ’ নায়ক।