ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের যুবারা

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৮ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসিকে জানানো হয়েছে—এমন আলোচনা এখন ক্রিকেট মহলে আলোচিত। ঠিক এই পরিস্থিতিতেই আজ শুরু হচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ অভিযান। জিম্বাবুয়ের বুলাওয়েতে ভারতের অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচটি শুরু হবে।

মাঠের ক্রিকেটে ভারত–বাংলাদেশ বৈরিতা নতুন কিছু নয়। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নো–বল বিতর্ক বাংলাদেশের ক্রিকেটে বড় আলোড়ন সৃষ্টি করেছিল। পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনায় সেই উত্তাপ আরও বেড়েছে। বড় মঞ্চে জাতীয় দলের সাফল্য সীমিত হলেও যুব বিশ্বকাপে বাংলাদেশের স্মৃতি তুলনামূলকভাবে উজ্জ্বল।

আরও পড়ুন: কেকেআরের বিরুদ্ধে আইনি পথে না যাওয়ার সিদ্ধান্ত মুস্তাফিজের

২০২০ সালে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। সর্বশেষ ২০২৪ এশিয়া কাপের ফাইনালেও ভারতের অনূর্ধ্ব–১৯ দলকে হারিয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশের যুবারা।

আজিজুল হাকিমের নেতৃত্বাধীন সেই দলের ক্রিকেটাররাই এবার জিম্বাবুয়ে–নামিবিয়া অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অংশ নিচ্ছেন। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতিতে পুরোপুরি স্বস্তি পায়নি দলটি। বৃষ্টির কারণে দুটি প্রস্তুতি ম্যাচের একটি মাঠেই গড়ায়নি, অন্যটিতেও খেলা বাধাগ্রস্ত হয়। বিষয়টি নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে কোচ নাভিদ নেওয়াজের কণ্ঠে।

আরও পড়ুন: শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই ক্রিকেটে ফিরতে রাজি ক্রিকেটাররা

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় নাভিদ নেওয়াজ বলেন, প্রথম ম্যাচে কার বিপক্ষে খেলছি, সেটা কোনো বিষয় নয়। প্রস্তুতি ম্যাচে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রতিপক্ষ কী বলল বা করল, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। প্রস্তুতি মোটামুটি ভালো হয়েছে, তবে আবহাওয়া কিছু বিষয় আছে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই।

ভারতের বিপক্ষে ম্যাচের পর ‘বি’ গ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল খেলবে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ জানুয়ারি।

এবারের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ১৬টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল সুপার সিক্সে উঠবে। এরপর দুটি গ্রুপে ছয়টি করে দল খেলবে। সুপার সিক্স পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে।